মুন্সিগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু
মুন্সিগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগের নেতা সারোয়ার হোসেন মারা গেছেন। আজ রোববার ভোররাত ৪টা ১০ মিনিটে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সারোয়ার হোসেন (৬০) মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জ শহরে গুলিতে নিহত সজল মোল্লা হত্যা মামলার আসামি ছিলেন। গত ৫ মে থেকে তিনি মুন্সিগঞ্জ কারাগারে বন্দী ছিলেন।
কারাগার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সারোয়ার হোসেন বুকে ব্যথা অনুভব করেন। কারা কর্তৃপক্ষ তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরে ভোররাত ৪টা ১০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আহমেদ কবির প্রথম আলোকে বলেন, ভোররাত চারটার দিকে সারোয়ার হোসেনকে হাসপাতালে আনা হয়। তখন তাঁর অবস্থা খুব খারাপ ছিল। অনেক সময় পরপর নিশ্বাস নিচ্ছিলেন। চিকিৎসা শুরু করা হলে ভোররাত ৪টা ১০ মিনিটের দিকে তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
সারোয়ার হোসেনের মেয়ে সৌফি সারোয়ার (৩০) অভিযোগ করে বলেন, ‘আমার বাবা দিবাগত রাত তিনটার দিকেই কারাগারে মারা গিয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁকে হাসপাতালে আনা হয়। ভোরে আমাদের খবর দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা যখন খুব ছোট ছিলাম, তখন তিনি রাজনীতি করতেন। এরপর দীর্ঘ সময় কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল আমাদের আত্মীয় ছিলেন। সে কারণেই তাঁকে হত্যা মামলার আসামি করা হয়েছে।’
মুন্সিগঞ্জ কারাগারের সুপার মো. এনায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, আজ বেলা আড়াইটার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।