সিলেটে ট্রাক্টর উল্টে ডোবায় পড়ে চালকসহ দুজনের মৃত্যু

ট্রাক্টর উল্টে সড়কের পাশে ডোবায় পড়ে গেছে। আজ সোমবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার চিরুরপাড় বিলের বন এলাকায়ছবি: প্রথম আলো

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি চাষ করার জন্য যাওয়ার পথে ট্রাক্টর উল্টে ডোবায় পড়ে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন। আজ সোমবার সকালে উপজেলার চিরুরপাড় বিলের বন এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন—গোয়াইনঘাটের কান্দিরগ্রাম উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ও ট্রাক্টরচালক রাজুল ইসলাম (২৫) ও চিরুরপাড় গ্রামের আবদুল হালিম (২২)। এতে আহত হয়েছেন রাজুল ইসলামের ছোট ভাই কিবরিয়া (১৭)।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকাল ৯টার দিকে জমি চাষ করার জন্য ট্রাক্টর নিয়ে রাজুল ইসলাম, আবদুল হালিম ও কিবরিয়া কান্দিরগ্রাম থেকে চিরুরপাড় এলাকার দিকে যাচ্ছিলেন। চিরুরপাড় বিলের বন এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাক্টরচালক রাজুল নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। ডোবায় কাদার মধ্যে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান রাজুল ইসলাম ও আবদুল হালিম। আহত অবস্থায় কিবরিয়াকে ডোবা থেকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়াইনঘাট থানার সালুটিকর তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) নির্মল চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে ডোবার কাদার মধ্যে ডুবে শ্বাস বন্ধ হয়ে রাজুল ইসলাম ও আবদুল হালিম মারা গেছেন। দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হবে।