২০ রমজানের মধ্যে শ্রমিকের বোনাস-বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ

ঈদ বোনাস, বকেয়াসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমাবেশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনেছবি: প্রথম আলো

আগামী ২০ রমজানের মধ্যে শ্রমিকদের পূর্ণ ঈদ বোনাস, সব বকেয়া ও চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি থেকে শ্রমিক ছাঁটাই, নির্যাতন, মিথ্যা মামলা দেওয়া বন্ধের দাবিও জানানো হয়।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবদুল হাই, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহসভাপতি অঞ্জন দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পোশাক ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক নাছির হোসেন, গার্মেন্টস শ্রমিক সংহতি জেলার সভাপতি আব্দুল আল মামুন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে শ্রমজীবী মানুষের জীবন দিশাহারা। দরিদ্র শ্রমজীবী মানুষ ঈদ এলেই কেবল ভাবতে পারে পরিবার–পরিজনের জন্য কিছু ভালো খাবার ও কিছু জামাকাপড় কেনার। এমনিতেই শ্রমিকের মজুরি কম। তাই শ্রমিকেরা ঈদের আগে অতিরিক্ত কাজ করে তাঁদের আয় বাড়ানোর জন্য। কিন্তু মালিকেরা ঈদের আগে বেতন-বোনাস নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি করে। অনেক মালিক বোনাস না দিয়ে ৫০০ থেকে ১ হাজার টাকা বকশিশ দেয়, অনেকে হাফ বোনাস দেয়। অনেক গার্মেন্টসে তাও দেয় না। সরকারি প্রতিষ্ঠানে বেসিকের সমান বোনাস দেওয়া হয়। অথচ যাদের উৎপাদনের কারণে দেশে বৈদেশিক মুদ্রা আসে তাদের ঠিক মতো বোনাস দেওয়া হয় না।

নেতারা আরও বলেন, শ্রমিকদের সরকারি প্রতিষ্ঠানের মতো পূর্ণ বোনাস দিতে হবে। ঈদের আগে শ্রমিকের চলতি বেতন পাওয়া ন্যায্য। শ্রমিকদের বেতন বোনাস ঈদের শেষ মুহূর্তে দিলে শ্রমিক বাড়ি যাওয়ার তাড়ায় ভালো করে কেনাকাটা করতে পারে না। ঈদের কমপক্ষে ১০ দিন আগে শ্রমিকের পূর্ণ বোনাস ও চলতি মাসের বেতনসহ সমস্ত বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। বেতন–বোনাস নিয়ে মালিকদের গড়িমসির কারণে শিল্প এলাকায় যদি শ্রমিক অসন্তোষ তৈরি হয় তার জন্য মালিক ও প্রশাসন দায়ী থাকবে।