সিলেটের এমসি কলেজের টিলায় হঠাৎ আগুন
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাস-সংলগ্ন টিলায় বুধবার সন্ধ্যায় ইফতারের সময় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে তা জানা যায়নি। আগুনে টিলার ঘাস পুড়ে গেছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, বিড়ি বা সিগারেট খেয়ে কেউ টিলায় ফেলে রেখেছেন। এ থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে টিলার বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় আধা কিলোমিটার জায়গার ঘাস ও গুল্ম পুড়ে গেছে।