বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল দুই যাত্রীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনায় গুরুতর আহত হন তাঁরা। হাসপাতালে ভর্তির পর আজ রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রামের আলতাফ হোসেন (৬০) এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামের মোসলেমা খাতুন (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে ১০টার দিকে বগুড়া থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি নাটোরের সিংড়ার দিকে যাচ্ছিল। বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় পৌঁছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় অটোরিকশাটি। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত আলতাফ ও মোসলেমাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তাঁরা মারা যান।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটির চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। অটোরিকশাটি পুলিশের হেফাজতে আছে। কলেজের মর্গ থেকে লাশ পরিবারের সদস্যরা বুঝে নিয়েছেন।