বৃহস্পতিবার পদ্মা সেতু দিয়ে ট্রেন যাবে ভাঙ্গায়

নতুন রেলপথে যাত্রা উপলক্ষে অনেকেই ট্রেনটি দেখতে এসেছেন। বুধবার সকালে রাজবাড়ী রেলস্টেশনে
ছবি: প্রথম আলো

বহুল প্রত্যাশিত পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার পরীক্ষামূলক (ট্রায়াল রান) ট্রেন চলাচল করবে। সেই লক্ষ্যে আজ বুধবার সকালে একটি ট্রেনটি রাজবাড়ী থেকে ঢাকা কমলাপুর রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে গেছে। নতুন রেলপথে যাত্রা উপলক্ষে অনেকেই ট্রেনটি দেখতে এসেছেন।

ট্রেনটি দেখতে আসা হৃদয় খান নামের একজন বলেন, রাজবাড়ী থেকে ট্রেনে ঢাকা যাওয়া এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলছে। এটি খুবই আনন্দের বিষয়।

রাজবাড়ী রেলস্টেশন সূত্রে জানা যায়, ট্রেনটি মঙ্গলবার রাতে রাজবাড়ী রেলস্টেশনে ছিল। সে সময় উৎসুক লোকজন ট্রেনটি দেখতে ভিড় করেন। অনেকেই ট্রেনের সঙ্গে ছবি তোলেন। কেউ ভিডিও করেন। আজ সকাল ১০টা ৫০ মিনিটে রাজবাড়ী রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময়ও স্থানীয় লোকজনের ভিড় দেখা গেছে।

রাজবাড়ী রেলস্টেশনের স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ট্রেনটিতে একটি ইঞ্জিন ও আটটি বগি রয়েছে। আজ সকাল ১০টা ৫০ মিনিটে রাজবাড়ী থেকে ছেড়ে গেছে ট্রেনটি। পদ্মা সেতু দিয়ে ট্রায়াল রান করার জন্য ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। পরে ভাঙ্গায় রেলমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রেলপথের উদ্বোধন করবেন। পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে। আগামী বছর জুনে যশোর পর্যন্ত ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। উদ্বোধনের এক সপ্তাহ পর থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হতে পারে। শুরুতে একটি ট্রেন পরিচালনা করা হবে। প্রকল্প কার্যালয় থেকে ঢাকা-পদ্মা সেতু-রাজবাড়ী রুটে ট্রেন চালানোর প্রস্তাব করা হয়েছে। এদিকে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত একটি ট্রেন চালানোর প্রস্তাব রয়েছে। মধুমতী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয় দিন রাজশাহী থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত আসে। এই ট্রেন ঢাকা পর্যন্ত আনা হতে পারে। পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের অধীনে চীন থেকে ১০০ নতুন কোচও কেনা হয়েছে। নতুন কোচ দিয়েই ট্রেন চালু করা হবে।