এদিকে বিকেলে নগরের বাটার মোড়ে এই দাবিতে জেলা বিএনপিরও মানববন্ধন কর্মসূচি রয়েছে। বিএনপির কর্মসূচির বিপরীতে বিকেলে নগরের কাশিয়াডাঙ্গা মোড়ে মহানগর আওয়ামী লীগ ‘শান্তি’ সমাবেশ করবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

মালোপাড়ায় মানববন্ধনে শাহজাহান মিয়া বলেন, জনগণকে সঙ্গে নিয়ে জনসম্পৃক্ততা বাড়িয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। চাল, ডাল, তেল, বিদ্যুতের দাম আজকে আকাশচুম্বী। এগুলো সাধারণ মানুষসহ সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তিনি আরও বলেন, ‘এই অবৈধ সরকারকে বলতে চাই, গদি ছেড়ে চলে যাও। তোমার অবৈধ সরকারের ক্ষমতায় থাকার আর অধিকার নেই। এখনো যদি ক্ষমতায় থাকতে চাও, পরিষ্কারভাবে বলে দিতে চাই, জনগণকে সঙ্গে নিয়ে গণ–আন্দোলনের মাধ্যমে গদিকে ধূলিসাৎ করে দেব।’

শাহজাহান মিয়া বলেন, আজকে লাখ লাখ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে পাচার করা হয়েছে। দেশের মানুষ না খেয়ে মরছে। আর আওয়ামী লীগের লোকেরা টাকাপয়সার পাচার করে বিদেশে বিলাসবহুল বাড়ি করছেন। আরাম–আয়েশে জীবন যাপন করছেন। তাই একদফার মাধ্যমে এই সরকারকে গদি থেকে হটানো হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী। মহানগর বিএনপির সদস্যসচিব মামুনুর রশিদের পরিচালনায় এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।