ফকিরহাটে ২৫০‌টি কচ্ছপ উদ্ধার, ৩ জনকে কারাদণ্ড

বাগেরহাটের ফকিরহাটে পাচারের উদ্দেশ্যে আনা ২৫০টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে
ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে পাচারের উদ্দেশ্যে আনা ২৫০টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সঙ্গে নিয়ে র‍্যাব-৬ এই অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তাঁদের বন্য প্রাণী সংরক্ষণ আইনে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা এলাকার মো. মনিরুজ্জামান (৩৭), মো. আরিফুল ইসলাম (৩৮) ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খড়িবুনিয়া গ্রামের দিলীপ রায় (৩৫)।

কচ্ছপগুলো র‍্যাবের মাধ্যমে খুলনা বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার কচ্ছপগুলো কোন প্রজাতির, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি উপজেলা প্রশাসন। উপযুক্ত পরিবেশে অবমুক্তের জন্য কচ্ছপগুলো র‍্যাব-৬-এর মাধ্যমে খুলনা বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউএনও মো. মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে কচ্ছপ সংগ্রহ করে পাচারের জন্য এখানে এনে জড়ো করত। র‍্যাবের মাধ্যমে বিষয়টি অবহিত হয়ে তাদের নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ওই ২৫০টি কচ্ছপ উদ্ধার হয় এবং জড়িত ৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের প্রত্যেককে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার এএসপি পহন চাকমা উপস্থিত ছিলেন।