পটুয়াখালী উপকূলের কাছে সাগরে ট্রলারডুবি, ১৩ জেলে উদ্ধার

বঙ্গোপসাগর
ফাইল ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলের কাছে বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। অপর একটি ট্রলার সাগর থেকে ওই ১৩ জেলেকে উদ্ধার করেছে। তবে ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মেলেনি। ডুবে যাওয়া ট্রলারের মালিকের ভাই ইলিয়াস মুন্সি সন্ধ্যায় রাঙ্গাবালী থানা-পুলিশকে বিষয়টি জানিয়েছেন।

উদ্ধার জেলেরা রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তাঁরা সুন্দরবনের কাছাকাছি আশ্রয় নিয়েছেন।

উত্তাল সাগরে টিকতে না পেরে বেশ কিছু ট্রলার উপকূলে নিরাপদে আসতে শুরু করেছে।

স্থানীয় ব্যক্তিরা জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকাল থেকে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল হয়ে উঠেছে। উত্তাল সাগরে টিকতে না পেরে বেশ কিছু ট্রলার উপকূলে নিরাপদে আসতে শুরু করেছে। এখনো অনেক ট্রলার গভীর সাগরে রয়েছে বলে উপকূলে ফিরে আসা জেলেরা জানিয়েছেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’