বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নৌকা ডুবে মৃত স্কুলছাত্র নাহিদ আহমেদ
ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নৌকা ডুবে নাহিদ আহমেদ ওরফে রওনক (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কাটাখালী বিলে এ ঘটনা ঘটে।

নাহিদ শেরপুর শহরের সজবরখিলা এলাকার ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদের ছেলে। সে শেরপুর আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত।

পুলিশ এবং নাহিদ আহমেদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেলে নাহিদ ও তার চার বন্ধু ঝিনাইগাতী উপজেলার কালীবাড়ি এলাকার কাটাখালী বিলে বেড়াতে যায়। বন্ধুরা একটি নৌকা ভাড়া করে বিলের মাঝখানে যায়। একপর্যায়ে নৌকাটিতে পানি উঠতে শুরু করে। এ সময় নৌকার মাঝি দ্রুত নৌকাটি ঘাটে আনার চেষ্টা করেন। পরে ঘাটের কাছাকাছি এলে নৌকাটি ডুবে যায়। কিন্তু ওই পাঁচ বন্ধুর কেউই সাঁতার জানত না। এ সময় নৌকার মাঝি ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মৃত স্কুলছাত্রের বাবা মহিউদ্দিন আহমেদ বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন। পরিবারের আবেদন অনুযায়ী, ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।