৪ দিন পর খুলনা মেডিকেলের বহির্বিভাগে মিলছে চিকিৎসাসেবা
চিকিৎসকদের কর্মবিরতির কারণে টানা চার দিন বন্ধ ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম। তবে কর্মবিরতি স্থগিত করে চিকিৎসকেরা কর্মক্ষেত্রে ফেরায় আজ রোববার সকাল আটটা থেকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা মিলছে। এতে সাধারণ রোগীদের মনে স্বস্তি ফিরেছে।
এর আগে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান শেখ নিশাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছিলেন চিকিৎসকেরা। গতকাল শনিবার পর্যন্ত এ কর্মবিরতি চলে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের মধ্যস্থতায় সাত দিনের জন্য কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন চিকিৎসকেরা।
আজ সকাল সোয়া নয়টার দিকে হাসপাতাল ঘুরে দেখা যায়, বহির্বিভাগের সামনে টিকিট নেওয়ার জন্য রোগীরা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। আর যাঁরা টিকিট পেয়েছেন, তাঁরা সংশ্লিষ্ট চিকিৎসকের চেম্বারের সমানে ভিড় করছেন।
খুলনার দিঘলিয়া উপজেলা থেকে চিকিৎসা নিতে এসেছেন ফাতেমা বেগম। টিকিট নেওয়ার জন্য তিনি লাইনে দাঁড়িয়ে ছিলেন। ফাতেমা বলেন, গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে এসেছিলেন। তবে চিকিৎসক দেখাতে না পেরে বাড়ি ফিরে যেতে হয়েছিল। গতকাল বিকেলে জানতে পেরেছেন, আজ থেকে চিকিৎসকেরা আবার রোগী দেখবেন। এ জন্য সকালেই চলে এসেছেন।
হাসপাতালের তৃতীয় তলায় কথা হয় কাউসার শেখের সঙ্গে। তিনি বাগেরহাটের রামপাল এলাকা থেকে এসেছেন। তিনি বলেন, ‘ডাক্তার দেখানোর জন্য অনেক দূর থেকে আসছি। সকালে এসে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। গত কয়েক দিন টিকিট দেয়নি বলে শুনেছি। তবে আজ টিকিট দেওয়া হচ্ছে।’
পুরুষ ও নারীদের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার শোনা গিয়েছিল, চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হতে পারে। এ জন্য ওই দিন কিছু টিকিট বিক্রি করা হয়েছিল। পরে শোনা যায়, কর্মবিরতি প্রত্যাহার করা হয়নি। ওই টিকিট দিয়ে রোগীরা আজ সেবা নিতে পারছেন।