পঞ্চগড়-খুলনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু ৩০ আগস্টের মধ্যে: রেলমন্ত্রী

পঞ্চগড় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম
ছবি: সংগৃহীত

রেলমন্ত্রী, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম বলেছেন, ৩০ আগস্টের মধ্যে পঞ্চগড় থেকে খুলনা সরাসরি নতুন ট্রেন সার্ভিস চালু হবে। এই সার্ভিস চালু হলে পঞ্চগড়ের মানুষ মোংলা হয়ে সুন্দরবন যেতে পারবেন। এ ছাড়া এ মাসের মধ্যে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি নাটোরের বোনারপাড়া থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত চালু হবে। তবে ৩০ আগস্টের মধ্যে না হলেও সেপ্টেম্বর মাসের কোনো একটা তারিখ নির্ধারণ করা হবে।

সোমবার দুপুরে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন নূরুল ইসলাম।

সভায় অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, সহসভাপতি আবু তোয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার প্রমুখ বক্তব্য দেন। সভায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় রেলমন্ত্রী বলেন, রংপুরবাসী দুটি ট্রেন পাচ্ছে। একটি হলো রামসাগর এক্সপ্রেস, আরেকটি দোলনচাঁপা এক্সপ্রেস। পঞ্চগড়-খুলনা আর পঞ্চগড়-বোনারপাড়া এই ট্রেন দুটি চালু হলে পঞ্চগড়বাসীর ট্রেনসংক্রান্ত দাবি শতভাগ পূরণ হবে।

নূরুল ইসলাম বলেন, ১৫ আগস্ট জাতির জনকের হত্যাকারীদের দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। দেশবিরোধী তাদের এই অপচেষ্টা আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। বিএনপি নানা বাহানায় এই নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে দলের সব নেতা–কর্মীকে সজাগ থাকতে হবে।