জামিনে বেরিয়েই করতেন চুরি, ৪ সহযোগীসহ আবার ধরা
মোবারক হোসেনের পেশা গাড়ি চুরি। মোটরসাইকেল, অটোরিকশা চুরিতে তিনি বেশ পারদর্শী। পেশাদার চোর হিসেবেও তাঁর খ্যাতি আছে। এ জন্য চোর নিয়ে গড়ে তুলেছেন একটি সিন্ডিকেট। এক-দুবার নয়, মোবারক পুলিশের হাতে ধরা পড়েছেন ৯ বার। তবে কারাগার থেকে জামিনে বেরিয়ে আবার নামতেন চুরিতে।
এবার চার সহযোগীসহ আটক হয়েছেন মোবারক। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করে পুলিশ। আজ রোববার বিকেলে লক্ষ্মীপুর সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ এসব তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের মোবারক হোসেন (৩১), সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. সাত্তার (৩১), পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বেলাল (২৫), চাঁদপুরের কচুয়া উপজেলার চাংপুর গ্রামের রবিউল ইসলাম (৪২) ও একই উপজেলার এনায়েতপুর গ্রামের মো. সোহেল (৩২)।
সংবাদ সম্মেলনে এসপি মাহফুজ্জামান আশরাফ বলেন, সম্প্রতি জেলায় মোটরসাইকেল ও অটোরিকশা চুরির ঘটনা বেড়ে যাওয়ার পর অভিযানে নামে পুলিশ। গতকাল শনিবার অভিযান চালিয়ে চাঁদপুরের কচুয়াসহ বিভিন্ন স্থান থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। ওই চোর চক্রের প্রধান মোবারক হোসেন।
মোবারকের বাড়ি যে ইউনিয়নে, ওই ইউনিয়নের সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেন, মোবারক একজন পেশাদার চোর। প্রথমে তিনি এলাকায় চুরি–ছিনতাই করতেন। এখন আর এলাকায় থাকেন না। পরিবারের সঙ্গেও তাঁর কোনো যোগাযোগ নেই।