চট্টগ্রাম বিমানবন্দরের কার্যক্রম চালু

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরফাইল ছবি

প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার ভোর ৫টা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় রিমালের কারণে গতকাল রোববার দুপুর ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল। রিমাল উপকূল অতিক্রম করার পর বিমানবন্দর খুলে দেওয়া হয়।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ভোর ৫টা থেকে কার্যক্রম শুরু হয়েছে।