জুলাই শহীদদের স্মরণে দেশের ৮৬৪ স্থানে ফলক স্থাপন করা হবে: উপদেষ্টা ফারুক-ই-আজম

‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজমসহ অতিথিরা। আজ দুপুরে নগরের বহদ্দারহাটেছবি: জুয়েল শীল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, জুলাই শহীদদের স্মরণে দেশের ৮৬৪টি স্থানে ফলক স্থাপন করা হবে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, একটি ফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দেশের ৮৬৪টি জায়গায় এমন ফলক স্থাপন করা হবে। শহীদদের স্মরণে তাঁরা যেখানে শহীদ হয়েছেন, সে স্থানে এসব ফলক হবে। শহীদদের হত্যার দ্রুত বিচারের জন্য সরকার তথ্যপ্রমাণের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধন করেন। আজ দুপুরে নগরের বহদ্দারহাটে
ছবি: জুয়েল শীল

গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের পাশাপাশি মুরাদপুরেও একটি ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণ করা হচ্ছে। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এসব ফলক নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. নোমান হোসেন প্রমুখ।