রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালকসহ ৩ কর্মকর্তাকে বদলি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

এবার রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের উপপরিচালকসহ তিন কর্মকর্তাকে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ রোববার মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক আদেশে তাঁদের বদলি করা হয়।

হাসপাতালের পরিচালক শরিফুল ইসলাম প্রথম আলোকে তাঁদের বদলির সত্যতা নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, উপপরিচালক আবদুল মোকাদ্দেমকে মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে ওএসডি করা হয়েছে। একই সঙ্গে সহকারী পরিচালক মোস্তফা জামান চৌধুরীকে বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে জ্যেষ্ঠ প্রভাষক এবং সহকারী পরিচালক আরশাদ হোসেনকে নীলফামারীর সৈয়দপুরের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সুপারিনটেনডেন্ট পদে বদলি করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, আদেশ জারির সাত দিনের মধ্যে তাঁদের বদলি করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। এর মধ্যে আদেশ না মানলে পরদিন থেকে তাঁরা অব্যাহতি দেওয়া হয়েছে বলে গণ্য হবেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর হাসপাতালের ১৬ জন কর্মচারীকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তর। আগের দিন ২৬ সেপ্টেম্বর হাসপাতালে ‘অসাধু চক্রের দৌরাত্ম্য, অনিয়ম, অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের’ প্রতিবাদে মানববন্ধন করেন রমেকের চিকিৎসকেরা।

মানববন্ধনে বক্তারা বলেছিলেন, মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বিভিন্ন সিন্ডিকেট আছে। এদের জন্য চিকিৎসকদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ কাজে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর রমেক হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট এ বি এম রাশেদুল আমীর তাঁর অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে ‘অসাধু চক্রের’ কবলে পড়ে হয়রানির শিকার হন। এ নিয়ে হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন তিনি। এরপর হাসপাতালের চুক্তিভিত্তিক দুজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।