নদীতে মাছ ধরতে গিয়ে পড়ে যান, উঠতে পারেননি আর
ফেনীর ফুলগাজী উপজেলার কহুয়া নদীতে মাছ ধরতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. মামুন (২২)। তিনি উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ব ঘনিয়ামোড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। গত সোমবার রাত ১১টার দিকে কহুয়া নদীতে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে মো. মামুন তালতলা লোহার সেতু এলাকার নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে নদীতে পড়ে গিয়ে সেখানে সেতুর রক্ষা দেয়ালের সঙ্গে আটকা পড়ে মারা যান। রাত সাড়ে ১১টায় স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করেন। পরে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যান।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, রাতেই ওই তরুণের মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।