নোয়াখালীতে নলকূপ থেকে উঠছে গ্যাস, জ্বলছে আগুন

নোয়াখালীর কবিরহাটের এই নলকূপ থেকে উঠছে গ্যাস
ছবি: প্রথম আলো

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নলকূপ থেকে গ্যাস উঠছে। নলকূপের মাথায় দেশলাই জ্বালানোর পর সেখানে আগুন জ্বলছে। এক সপ্তাহ ধরে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনাদিয়া গ্রামের ফারুকের নতুন বাড়িতে এ ঘটনা ঘটছে। খবর পেয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানির (বাপেক্স) একটি প্রতিনিধিদল গত বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে।

ঘোষবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহের বলেন, ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের ফারুকের নতুন বাড়িতে এক বছর আগে একটি নলকূপ বসানো হয়। তিন-চার দিন আগে ফারুকের পরিবারের সদস্যরা নলকূপ থেকে পানি সংগ্রহ করতে গিয়ে দেখেন আপনাআপনি পানি উঠছে। এ সময় গ্যাস বেরোচ্ছে সন্দেহ হলে একজন নলকূপের মুখে দেশলাই জ্বালাতেই ধপ করে আগুন জ্বলে ওঠে। পরে অনেক চেষ্টা করে আগুন নেভানো হয়। ঘটনাটি জানাজানি হলে উৎসুক লোকজন ওই বাড়িতে ভিড় করেন।

নলকূপের মুখে দেশলাই জ্বালাতেই ধপ করে আগুন জ্বলে ওঠে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা প্রথম আলোকে বলেন, ভূগর্ভ থেকে একটি নলকূপে পানির সঙ্গে আপনাআপনি গ্যাস বের হওয়া ও আগুন জ্বলার বিষয়টি তিনি জানার পর তা কোম্পানীগঞ্জের সুন্দলপুর গ্যাসক্ষেত্রের কর্মকর্তাদের জানান। পরে বৃহস্পতিবার বাপেক্সের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিনিধিদল নলকূপ থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। পরীক্ষা করার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ইউএনও ফাতিমা সুলতানা বলেন, যে নলকূপ থেকে পানি ও গ্যাস বের হচ্ছে, সেখানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ কোনো দুর্ঘটনার শিকার না হন। এ বিষয়ে বাড়ির বাসিন্দা ও স্থানীয় লোকজনকে সতর্ক করা হয়েছে।