শিবালয়ে আ.লীগের পাল্টা কর্মসূচি, বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত

মানিকগঞ্জ জেলার মানচিত্র

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একই এলাকায় আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির কারণে পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আরিচায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভে সমাবেশের আহ্বান করে উপজেলা বিএনপি।

বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি তেলসহ সব দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেত আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে সাতটি উপজেলা ও দুটি পৌরসভায় বিক্ষোভ সমাবেশ ঘোষণা করে জেলা বিএনপি। ২০ আগস্ট জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা কর্মসূচি পালনের ঘোষণা করেন।

এ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে শিবালয়ের আরিচায় একটি ফাঁকা স্থানে বিক্ষোভ সমাবেশ আহ্বান করা হয়। একই সময়ে স্থানীয় শিবালয় মডেল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আরিচায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস প্রধান অতিথি ছিলেন এবং তিনি সভায় সভাপতিত্ব করেন। এ কর্মসূচিতে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকিরসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এ পাল্টা কর্মসূচির কারণে বিএনপি তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর প্রথম আলোকে বলেন, জনগণের স্বার্থ-সংশ্লিষ্ট দাবি নিয়ে গণতান্ত্রিকভাবে তাঁরা জেলায় সাতটি উপজেলা ও দুটি পৌর এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার উদ্যোগ নিয়েছেন। আজ শিবালয় উপজেলায় তাঁদের পূর্বনির্ধারিত কর্মসূচি জেনেও পাশাপাশি স্থানে স্থানীয় আওয়ামী লীগ এবং যুব ও ছাত্রলীগ অতি উৎসাহী হয়ে পাল্টা কর্মসূচি পালন করছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

জেলা বিএনপির এ নেতা আরও বলেন, অগণতান্ত্রিকভাবে ও পেশিশক্তি ব্যবহার করে আওয়ামী লীগের, যুবলীগ ও ছাত্রীগের কতিপয় নেতা-কর্মীরা পাল্টা কর্মসূচি দিয়ে তাঁদের কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। উপজেলা বিএনপির স্থগিত হওয়ায় কর্মসূচি ৩০ আগস্ট করা হবে।

পাল্টা কর্মসূচি দেওয়ার বিষয়ে শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বলেন, আরিচায় উপজেলা দলীয় কার্যালয়ের সামনে তারাও পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করেছেন। তিনি আরও বলেন, ‘বিএনপি যদি তাদের কর্মসূচি পালন না করে, তবে এ দায়দায়িত্ব আমাদের নয়।’