বিএনপি নেতার দাবি, ‘কলাপাড়া-কুয়াকাটার মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি’

কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে প্রায় ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার।ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটার উপকূলীয় মানুষের কাছে সরকারের কোনো ত্রাণ পৌঁছায়নি বলে দাবি করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এই এলাকার সংসদ সদস্য, তারপরও দুর্যোগকবলিত কলাপাড়া-কুয়াকাটার মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি। এসব এলাকার মানুষ এখন কষ্টে দিন কাটাচ্ছে।’ কলাপাড়া উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে আজ বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।

বিএনপি প্রতিটি মানুষের মনের কথা শোনার চেষ্টা করে জানিয়ে হাবিব উন নবী সোহেল বলেন, ‘সবচেয়ে সত্য কথাটি হলো, বিএনপি তৈরি হয়েছে মানুষকে সহযোগিতা করার জন্য। সে তাগিদ থেকে আমরা কলাপাড়া-কুয়াকাটার মানুষের জন্য কিছু ত্রাণসামগ্রী নিয়ে এসেছি; যাতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কিছুটা সহায়তা হয়। আমরা আবার আপনাদের পাশে আসব। আমরা সব সময়ই আপনাদের পাশে থাকব, পাশে দাঁড়াব।’

কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কুয়াকাটা, মহিপুর, ডালবুগঞ্জ, লতাচাপলি ও ধুলাসার ইউনিয়নের প্রায় ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু ও ১ লিটার সয়াবিন তেল দেওয়া হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন বলেন, ‘আমরা ঘূর্ণিদুর্গত এলাকার মানুষের দুরবস্থা সরেজমিনে দেখতে এসে জরুরিভাবে কিছু খাদ্যসহায়তা দিয়ে গেলাম। পরে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমাদের দলের পক্ষ থেকে আরও সহায়তা করা হবে।’ বিএনপির রাজনীতি দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নাননু, সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাননু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ প্রমুখ।