সুষ্ঠু নির্বাচন আদায় করার জন্য অনেক লড়াই এখনো রয়ে গেছে: জামায়াতের আমির

ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমীর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়ছবি: প্রথম আলো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমাদের লড়াই এখনো শেষ হয়নি। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য অনেক লড়াই এখনো আমাদের সামনে রয়ে গেছে।’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় তিনি এ কথা বলেন।

ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজমের সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, জেলা নায়েবে আমির আবদুল আলীম, সেক্রেটারি আবদুল আওয়াল, সহকারী সেক্রেটারি আবদুল হাই প্রমুখ।

শফিকুর রহমান বলেন, ‘শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। এই জাতি ঐক্যবদ্ধ হয়ে আগামীর সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।’

কালোটাকার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘কালোটাকা আর পেশিশক্তি আগামীতে যেন আমার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে, বলে দিতে হবে আমরা মানুষ, আমরা সাধারণ কোনো প্রাণী নই যে তোমাদের টাকার কাছে বিক্রি হব। আমরা আর কালোটাকার মালিকদের বরদাশত করব না। আমরা ক্লিনহার্ট–সম্পন্ন মানুষ আগামীতে দেশের শাসনক্ষমতায় দেখতে চাই।’

শফিকুর রহমান কসম খেয়ে বলেন, ‘এই দেশ পরিচালনার দায়িত্ব যদি আমাদের হাতে আসে, তাহলে আমরা দেশের মালিক হব না, আমরা দেশের সেবক হব। এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সকলকে সঙ্গে থাকতে হবে। ছাত্র–জনতার ঐক্য যতগুলো ষড়যন্ত্র হয়েছে, সব কটি ব্যর্থ করে দিয়েছে। এই জাতি আগামীতেও সকল ষড়যন্ত্র ব্যর্থ করবে।’