মোহাম্মদ শরীফ মোরশেদ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া নতুন মসজিদের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণ। তাঁর নাম মোহাম্মদ শরীফ মোরশেদ (২৫)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়া এলাকার মাওলানা এখলাছুর রহমানের ছেলে। খুটাখালী বাজারে মা গ্লাস হাউস ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার স্টোর নামের ব্যবসাপ্রতিষ্ঠান চালাতেন শরীফ। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন তাঁর বন্ধু সালেহ একরাম (২৫)।

স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে গতকাল রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শরীফ। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু একরাম। নতুন মসজিদ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তাঁরা। তাৎক্ষণিক আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজারের আল ফুয়াদ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক শরীফকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে ভোর পৌনে পাঁচটায় মারা যান তিনি।

ব্যবসার পাশাপাশি কক্সবাজার সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষে পড়তেন শরীফ। অল্প বয়সে সাইকেল, মোটরসাইকেল ও গাড়ি চালানো শিখে নেন তিনি। শখের মোটরসাইকেলেই তাঁর প্রাণ গেল এমন আফসোস করে শরীফের প্রতিবেশী বেলাল খান বলেন, মানুষ নিজের সন্তানকে যেভাবে যত্ন করেন, শরীফ সেভাবে মোটরসাইকেলের যত্ন নিতেন। তবে তাঁর গাড়ির গতি থাকত বেশি। সবাই তাঁকে গতি কমানোর পরামর্শ দিতেন।

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মাকসুদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এ দুর্ঘটনা নিজে নিজে হওয়ার কারণে আমরা জানতে পারিনি। লোকজনও এ রকম দুর্ঘটনার ক্ষেত্রে পুলিশকে খবর দেয় না।’