কুষ্টিয়া জেলার মানচিত্র

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে মাহফুজুল হক (৬০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের পাককোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুল হক পাককোলা গ্রামের বাসিন্দা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাথায় আঘাত নিয়ে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তি মারা যান। বর্তমানে তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পাককোলা গ্রামের দুই ভাই ওয়াহেদ ও মাহফুজুলের মধ্যে বিরোধ চলছিল। কয়েকবার তাঁদের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। শনিবার বিকেলে আবার তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মারামারি শুরু হলে ওয়াহেদের ছেলে মামুন-সুমনসহ কয়েকজন মিলে চাচা মাহফুজুলকে পেটান। মারধরের একপর্যায়ে শক্ত কোনো কিছু দিয়ে আঘাত করায় মাহফুজুলের মাথা ফেটে যায়। তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক মাহফুজুলকে মৃত ঘোষণা করেন।

রাতে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে মাহফুজুলের শ্যালক জেলার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন প্রথম আলোকে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁর দুলাভাইকে হত্যা করা হয়েছে। দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে তিনি জানান। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে ঘটনাস্থলে আছি। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’