ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

আজ বেলা সাড়ে তিনটার দিকে কালবৈশাখীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ভেঙে পড়ে। এতে যান চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলা এলাকায়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডে কালবৈশাখীতে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার পন্থিছিলা এলাকার মহাসড়কে ওই গাছ ভেঙে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা গাছটি কেটে সরিয়ে ফেলার চেষ্টা করছেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে সীতাকুণ্ডের আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। হামিম গ্রুপের একটি কাভার্ড ভ্যান পন্থিছিলা এলাকায় পৌঁছালে একটি গাছ ভেঙে পড়ে গাড়িটির ওপর। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এক ঘণ্টা পার হয়ে গেলেও এখনো গাছ পুরোপুরি সরানো সম্ভব হয়নি। আরও কিছু সময় লাগতে পারে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল হাকিম আজাদ প্রথম আলোকে বলেন, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে গাছটি ভেঙে পড়ে। সেখানে ঢালপালা কেটে নিয়ে এক লেনে গাড়ি চলাচলের চেষ্টা করা হচ্ছে। গাছটি পুরোপুরি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।