গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিক্ষোভ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে তিন বছর করার ভাবনা বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে গাজীপুরে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলা চত্বরের সামনে ঢাকা-শিমুলতলী সড়কের পাশে কয়েক শ শিক্ষার্থী জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন। পরে তাঁরা ভাওয়াল রাজবাড়িতে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান ফটক অবরোধ করে রাখেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি তাঁর বক্তব্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার ভাবনার কথা বলেন। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সিলেবাস শেষ হবে না, চাকরির ক্ষেত্রে গ্রেড কমে যাওয়ার পাশাপাশি শিক্ষার মান কমে যাবে বলে শিক্ষার্থীরা মনে করছেন। তাই চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছরই রাখার দাবি জানিয়েছেন তাঁরা। এ ছাড়া তাঁরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিপ্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে করার দাবি জানিয়েছেন।
সোমবারের এই আন্দোলনে গাজীপুরের রয়েল পলিটেকনিক ইনস্টিটিউট ও গাজীপুর বিজ্ঞান কলেজসহ (মিস্ট) জেলার কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। গাজীপুরের মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী সাগর আলী বলেন, শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্য থেকে সরে না এলে আন্দোলন আরও বড় হবে।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে মিস্টের প্রতিষ্ঠাতা ও ডুয়েটের সাবেক ডিন প্রকৌশলী অধ্যাপক আবদুল মান্নান বলেন, ১৯৫১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এ ডিপ্লোমা কোর্স তিন বছরই ছিল। পরবর্তী সময়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) নেতারা নানা অজুহাতে আন্দোলন করে এ কোর্সের মেয়াদ চার বছর করেছেন। তখনো তিন বছরের কোর্স শেষে সরকারি চাকরিতে দশম গ্রেডে (দ্বিতীয় শ্রেণি) চাকরি করার সুযোগ ছিল। চার বছরের কোর্স শেষ করেও চাকরিতে ঢোকার ক্ষেত্রে ওই একই সুযোগ (দশম গ্রেডে) বহাল আছে। ভারত, নেপাল, জাপান, শ্রীলঙ্কা, পাকিস্তানেও এই কোর্স তিন বছরের। কোর্সের মেয়াদ চার বছর করায় শিক্ষার্থীদের সময় ও অর্থ অপচয় হচ্ছে। প্রতিষ্ঠানে দক্ষতা উন্নয়নের সুযোগ-সুবিধা ও পরিবেশ থাকলে তিন বছরেই দক্ষতা অর্জন ও কোর্স সম্পন্ন করা সম্ভব।