নলছিটিতে চোর সন্দেহে পিটুনি, তরুণ নিহত

গণপিটুনি
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলায় চোর সন্দেহে পিটুনিতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ভৈরবাপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, তাঁর নাম মো. রিয়াজ ফকির (২৪)। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের বাসিন্দা নুরু ফকিরের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামের এলেম গাজীর বাড়িতে গতকাল দিবাগত রাতে সিঁধ কেটে চোর ঘরে ঢোকে। এ সময় বাড়ির সদস্যরা টের পেয়ে চিৎকার দেন। তখন এলাকাবাসী ছুটে এসে চোরকে ধরে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় গ্রাম পুলিশ তাঁকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।