ভোলা-৪ আসনে গণসংযোগ করলেন ছিদ্দিক উল্লাহ মিয়া

গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন ভোলা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সিদ্দিক উল্লাহ মিয়াছবি: প্রথম আলো

সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক ছাত্রদল নেতা ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

গত বৃহস্পতিবার ভোলার চরফ্যাশনে এসে গতকাল শুক্রবার ও আজ শনিবার উপজেলার বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লিফলেট বিতরণ করেন।

মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, তিনি গতকাল ও আজ সকাল থেকে চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়া বাজার, রুহুল আমিন চেয়ারম্যান বাজার, আট কপাট বাজার, অলি ব্যাপারীর দোকান, খেজুরগাছিয়া বাজার, চেয়ারম্যান বাজারসহ বিভিন্ন বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। এ ছাড়া ছাত্র–জনতার আন্দোলনে নিহত শহীদ ওমর ফারুকের কবর জিয়ারত করেছেন।

কচ্ছপিয়া জামে মসজিদে নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত লোকজনের উদ্দেশে ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়ন হলে তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রয়োজনীয় সংস্কার হবে। ৩১ দফায় সবকিছু বলা হয়েছে। আগামী সময়ে স্বচ্ছ, গ্রহণযোগ্য ভোট হবে। আর সে ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা বিএনপি জয়যুক্ত হয়ে আবার বাংলাদেশের ক্ষমতায় বসবে।