হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিতে স্কুলছাত্র রোমান মিয়া হত্যার ঘটনায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিনের আদালতে গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। পরে শুনানি শেষে তাঁর বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে স্কুলছাত্র রোমান মিয়া হত্যার ঘটনায় তাঁর খালা রিনা খান বাদী হয়ে গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকসহ ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরচিয় আরও ৬০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।