পৌনে দুই ঘণ্টায় কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন তিন সাঁতারু

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেওয়ার পর তিন সাঁতারু। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মগনামা ঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

সাঁতরে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন তিন সাঁতারু। চার কিলোমিটার দীর্ঘ চ্যানেলটি পাড়ি দিতে তাঁরা সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪৫ মিনিট। বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং এই সাঁতারের আয়োজন করে।

এ তিন সাঁতারু ঢাকার বাসিন্দা। তাঁরা হলেন ঢাকার লালমাটিয়া এলাকার নাসির আহম্মেদ ও শরীফ ফয়সাল এবং মিরপুরের মণিপুর এলাকার জিহাদ হোসেন। এর মধ্যে জিহাদ হোসেন ও নাসির আহম্মেদ দুবার এবং শরীফ ফয়সাল একবার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছিলেন।

কুতুবদিয়া চ্যানেলে সাঁতার কাটছেন তিন তরুণ
ছবি: প্রথম আলো

নদী ও সামুদ্রিক চ্যানেলকেন্দ্রিক পর্যটন তুলে ধরতে ও নিরাপদ নদীপথ তৈরি করতে সচেতনতার কাজ করে বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং। সংগঠনটির সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটে সাঁতার শুরু করেন তিন সাঁতারু। কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়ে বেলা ১১টা ৩৫ মিনিটে কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটের কাছে মলমচর ম্যানগ্রোভ এলাকায় পৌঁছান তাঁরা।

সাঁতারু নাসির আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘কুতুবদিয়া চ্যানেলটি আগে কেউ সাঁতরে পাড়ি দেননি। আমরা চেয়েছি, আমাদের মাধ্যমে সাঁতারের জন্য কুতুবদিয়া দ্বীপের চ্যানেল আবিষ্কার হোক। মূলত আমরা সেটাই করেছি। চার কিলোমিটারের কুতুবদিয়া চ্যানেলটি আমরা তিনজন ১ ঘণ্টা ৪৫ মিনিটে পাড়ি দিয়েছি।’

জিহাদ হোসেন বলেন, ‘কুতুবদিয়া চ্যানেলটি প্রথম আমরা সাঁতরে পাড়ি দিয়েছি। এটা ভেবে ভালো লাগছে।’