লালপুরে বাড়ির উঠানে এসে ইউপি সদস্যকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি

এলাকাবাসীর ধাওয়ায় গুলি ছোড়া দুর্বৃত্তরা মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। সেই মোটরসাইকেল ঘিরে লোকজন। বৃহস্পতিবার বিকেলে নাটোরের লালপুরের পালিদহ গ্রামে
ছবি: প্রথম আলো

নাটোরের লালপুরে বাড়িতে গিয়ে এক ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। তবে সৌভাগ্যক্রমে ওই ইউপি সদস্য প্রাণে বেঁচে গেছেন। এলাকাবাসী ধাওয়া দিলে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল ফেলে চলে যায়। সেই মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। যাঁকে লক্ষ্য করে গুলি করা হয়েছে তাঁর নাম মুজাহার আলী (৪৫)। তিনি ওই গ্রামের মৃত বাহাউদ্দিন প্রামাণিকের ছেলে। মুজাহার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বিকেলে দুটি মোটরসাইকেলে ছয়জন লোক ইউপি সদস্য মুজাহারের বাড়ির সামনে এসে থামেন। এ সময় ওই ইউপি সদস্য মুজাহার বাড়ির ফটকে আসা মাত্রই ওই দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে ৫ থেকে ৬টি গুলি ছোড়েন। এ সময় মুজাহার ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে দুর্বৃত্তদের ধাওয়া দিলে একটি মোটরসাইকেল ফেলে রেখে এর তিন আরোহী দৌড়ে পালান। অপর তিন দুর্বৃত্ত অন্য মোটরসাইকেলে করে পালিয়ে যান। এ ঘটনায় ইউপি সদস্যের শরীরে গুলি না লাগায় তিনি প্রাণে বেঁচে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে লোকজনকে জিজ্ঞাসাবাদ করে।

প্রতিবেশী ও ঘটনার প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর সরকার বলেন, তিনি ইউপি সদস্য মুজাহার আলীর ডাকচিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি ৫ থেকে ৬টি গুলির শব্দ শুনতে পেয়েছেন। দুর্বৃত্তদের হাতে বন্দুক ছিল বলে তিনি জানান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি পুলিশকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয় লোকজন কয়েকটি গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। তবে খোঁজাখুঁজি করে গুলির খোসা পাওয়া যায়নি। ঘটনাস্থলে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।’