মানিকগঞ্জে ছাত্রলীগের বাধায় দাঁড়াতে পারেননি কোটা আন্দোলনকারীরা

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে আন্দোলনকারী শিক্ষার্থীরা কর্মসূচি করতে দাঁড়ানোর চেষ্টা করলে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁদের সরিয়ে দেয়। শুক্রবার বিকেলেছবি: প্রথম আলো

মানিকগঞ্জে ছাত্রলীগের নেতা–কর্মীদের বাধায় পূর্বঘোষিত কর্মসূচি করতে পারেননি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা ব্যানার–প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়ানোর চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা সেগুলো কেড়ে নিয়ে সেখানে অবস্থান নেন। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা চলে যান।

কোটা সংস্কারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে পুলিশি অভিযানের প্রতিবাদে আজ দেশব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে আজ বিকেল চারটার দিকে মানিকগঞ্জ শহরে সরকারি দেবেন্দ্র কলেজের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিলেন আন্দোলনকারীরা। তবে ছাত্রলীগের বাধায় সেটি পণ্ড হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, বিকেল পৌনে চারটার দিকে ২০–২৫ জন সাধারণ শিক্ষার্থী ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সরকারি দেবেন্দ্র কলেজের সামনে দাঁড়ানোর চেষ্টা করেন। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী ওরফে সুমনের নেতৃত্বে জেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের ১০–১২ জন নেতা-কর্মী সেখানে যান। তাঁরা আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছ থেকে ব্যানার ও ফেস্টুন কেড়ে নিয়ে সেখানে অবস্থান নেন। এতে কোটা আন্দোলনকারীদের মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যায়। এরপর শিক্ষার্থীরা কর্মসূচির স্থান থেকে চলে যান।

আন্দোলনকারী দুজন শিক্ষার্থী জানান, তাঁদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। তাঁদের কাছ থেকে ব্যানার ও ফেস্টুন কেড়ে নিয়েছেন। এ জন্য তাঁরা কর্মসূচি পালন করতে পারেননি।

তবে জেলা ছাত্রলীগের সিফাত কোরাইশী দাবি করেন, শিক্ষার্থীদের বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কারও সঙ্গে কথা–কাটাকাটিও হয়নি। তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটা চমৎকার সম্পর্ক আছে, আমরা সেটা বজায় রাখতে চাই। আদালত কী সিদ্ধান্ত দেন, একটা মাস আদালতের প্রতি শ্রদ্ধা রেখে অপেক্ষা করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা আমাদের সঙ্গে একমত হয়ে কর্মসূচি পালন করেননি।’