কাশিয়ানীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে সেপটিক ট্যাংকের ভেতর থেকে নির্মাণসামগ্রী অপসারণের সময় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় পূর্বপাড়া গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন চাঁদপুরের সুমন মিয়া (৪৫) ও তাঁর সহযোগী গাইবান্ধার মো. নাহিদ ইসলাম (২০)। তাঁরা দীর্ঘদিন ধরে কাশিয়ানী উপজেলায় নির্মাণশ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ওই বাড়িতে নির্মাণকাজ চলছে। আজ ওই শ্রমিকেরা নির্মাণসামগ্রী অপসারণ করতে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। এ সময় অক্সিজেন–সংকটের কারণে ভেতরেই অচেতন হয়ে পড়েন তাঁরা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই দুই শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁদের উভয়কেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘আমাদের ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা তাঁদের বাড়ির ঠিকানা পাইনি।’