নাটোরে নাগরিক কমিটির সভা
‘রাজনীতিকে আর অশিক্ষিত, ধান্দাবাজ, চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া যাবে না’
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মনিরা শারমিন বলেছেন, ‘আমাদের সিনিয়র যাঁরা রাজনীতিবিদ আছেন তাঁদের বুঝতে হবে যে তরুণদের সুযোগ করে দিতে হবে, জায়গা ছেড়ে দিতে হবে। তরুণ নেতৃত্ব না এলে বাংলাদেশের পরিবর্তন হবে না। এটা আমরা গত ৫৩ বছর দেখেছি। রাজনীতিবিদেরা এই জায়গাতে খুবই সংকীর্ণ মনোভাব দেখিয়েছেন। আমরা চাই, বাংলাদেশ তরুণ নেতৃত্বে এগিয়ে যাবে।’
আজ শুক্রবার নাটোরে ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায়’ মনিরা শারমিন এ কথা বলেন। শহরের অনিমা চৌধুরী অডিটরিয়ামে ‘নাটোর রাইজিং’ শিরোনামের এই সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি নাটোর জেলা।
জাতীয় নাগরিক কমিটি সারা বাংলাদেশে থানা কমিটি দেওয়ার মাধ্যমে তরুণদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে উল্লেখ করে মনিরা শারমিন বলেন, ‘শিক্ষিত মানুষ কেন রাজনীতিতে আসবে না? জাতীয় নাগরিক কমিটি সেই শিক্ষিত তরুণগুলোকে টার্গেট করে, যারা চিন্তার রাজনীতি করবে, পরিবর্তনের রাজনীতি করবে। রাজনীতিকে আর অশিক্ষিত মানুষ এবং ধান্দাবাজ, দখলদার, চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া যাবে না।’
তরুণদের অবশ্যই রাজনীতিতে এগিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা তো বুলেটে ভয় পাই নাই। আমাদের ব্যালটের ভয় দেখিয়ে লাভ নেই।’
মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তাহসিন রিয়াজ বলেন, ফ্যাসিবাদের সম্পূর্ণ বিলোপ এখনো ঘটেনি। ৫ আগস্টের পর থেকে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন ইস্যুতে দেশকে অস্থিতিশীল করতে পাঁয়তারা করছে। আওয়ামী লীগ শাসনামলে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন হয়েছে, এসবের জবাব তো ভারত কখনো চায়নি। তিনি বলেন, ‘ছাত্র আন্দোলনে হাজারো ছাত্র–জনতা জীবন দিয়েছে চাঁদাবাজির জন্য নয়। আমাদের সঙ্গে কারও শত্রুতা নাই, তবে দুর্নীতি, চাঁদাবাজির ব্যাপারে কোনো আপন নাই।’
সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাঈদ মোস্তাফিজ, খেলাফতে মজলিস নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, হেফাজতে ইসলাম নাটোর জেলা শাখার সেক্রেটারি রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রাহীর মা নাজনীন জাহিদ প্রমুখ। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নাটোরের তৌফিক নিয়াজ, সৈয়দ মিলন, শিশির, রবিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।