টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় র্যাবের সদস্য পরিচয় দিয়ে ১৯ লাখ ২৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ঘটনা ঘটলেও বুধবার বিকেলে সোনালী ব্যাংকের মির্জাপুর শাখায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন তদন্তে এলে ঘটনাটি জানাজানি হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার মহেড়া ইউনিয়নের গবরা গ্রামের হেলাল মোল্লা তাঁর চাচাতো ভাই সৌদিপ্রবাসী ইয়াকুব মোল্লার টাকা তুলে সোনালী ব্যাংকের মির্জাপুর শাখায় যান। এ সময় তাঁর সঙ্গে ৫ লাখ ২৮ হাজার টাকা ছিল। তিনি ব্যাংক থেকে আরও ১৪ লাখ টাকা তুলে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের একটি বাসে উঠে বাড়ির দিকে রওনা হন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার ধল্লা এলাকায় একটি ব্যক্তিগত গাড়িতে কয়েকজন ব্যক্তি বাসটির গতিরোধ করেন। তাঁরা র্যাবের সদস্য পরিচয় দিয়ে হেলাল মোল্লাকে ব্যক্তিগত গাড়িতে তুলে চোখ বেঁধে টাঙ্গাইলের দিকে রওনা হন। পথে হেলালের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে মহাসড়কের জামুর্কী এলাকায় কবরস্থানের পাশে হেলালকে ফেলে পালিয়ে যান।
বিষয়টি হেলাল মোল্লা মির্জাপুর থানা-পুলিশকে জানালে বুধবার বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীনের নেতৃত্বে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন মির্জাপুরে সোনালী ব্যাংকের শাখা পরিদর্শন করেন। এ সময় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মুনসুর মুসা উপস্থিত ছিলেন।
এস এম মুনসুর মুসা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। বিষয়টি খুবই গুরুত্বসহকারে দেখছে পুলিশ।