দুর্গাপুরে ট্রাকের চাপায় আহত দুজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরের ট্রাকের চাপায় আহত ব্যাটারিচালিত অটোরিকশাচালক সাদেক মিয়া (৫০) ও যাত্রী আছিয়া খাতুন (৪৮) মারা গেছেন। গতকাল সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এর আগে ওই দিন বিকেলে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে কৃষ্ণেরচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদেক মিয়া কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের অমর আলীর ছেলে। আছিয়া খাতুন একই গ্রামের চান মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ইন্দ্রপুর এলাকা থেকে অটোরিকশায় করে আছিয়া খাতুন, বকুল নাহার (৪০) ও রাশিদা খাতুন (৩২) দুর্গাপুরে যাচ্ছিলেন। অটোরিকশাটি কৃষ্ণেরচর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশার চালক সাদেক মিয়াসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সাদেক মিয়া ও আছিয়া খাতুনকে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আছিয়া ও ১১টার দিকে সাদেক মারা যান।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম আজ মঙ্গলবার দুপুরে বলেন, দুর্ঘটনার পরই ট্রাকের চালক ও চালকের সহকারী চালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে। দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।