জাহিদুল ইসলাম বলেন, সিলেটের বেসরকারি হাসপাতালে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসক শিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁর বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছিল। তাঁর হৃদ্যন্ত্রে সমস্যা হচ্ছিল বলে ধারণা করা হয়। এর আগে ২০১৪ সালে হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁর হার্টে একটি রিং পরানো হয়। তিনি আরও বলেন, হৃদ্রোগের সমস্যার পাশাপাশি তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। ঢাকায় তাঁর আরও বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে।