বগুড়ার শাজাহানপুরে ট্রাক থামিয়ে আগুন দিল দুর্বৃত্তরা
বিএনপির ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে বগুড়ার শাজাহানপুর উপজেলায় খড়বোঝাই চলন্ত ট্রাক থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের নয়মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বগুড়ার দুপচাঁচিয়া থেকে খড়বোঝাই ট্রাকটি পাবনা যাচ্ছিল। পথে নয়মাইল এলাকায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত পথ রোধ করে ট্রাকটির কেবিনের কাচ ভাঙচুর করে। পরে খড়ে আগুন দিয়ে পালিয়ে যায় তারা, তবে ট্রাকচালক ও তাঁর সহকারী অক্ষত আছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।