যশোরে ইটভাটার নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, দুজন গ্রেপ্তার
যশোরে এক ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া যায় গেছে। এ অভিযোগে দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলা থেকে তাঁদের আটক করা হয়। আর ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা হবে আগামীকাল শনিবার। আটক ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার আকরাম হোসেন ও রাব্বি হোসেন। তাঁরা একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার থেকে পাঁচ মাস ধরে ওই নারী স্বামীর সঙ্গে ইটভাটায় কাজ করেন। সেখানে একটি কুঁড়েঘরে তিনি স্বামী, সন্তানসহ বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন ও রাব্বি হোসেন ভাটার ট্রাকে কাজ করেন। ভাটার কাজের সূত্র ধরে তাঁদের সঙ্গে পরিচয় গড়ে ওঠে ওই নারীর। শুক্রবার ভোরের দিকে ইটভাটাতে কাজ শেষে পাশেই পুকুরে গোসল করতে যান ওই নারী। এ সময় মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন আকরাম ও রাব্বি।
পরে বিষয়টি ওই নারী ভাটামালিক ও তাঁর স্বামীকে জানান। এরপর কোতোয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ আকরাম ও রাব্বিকে আটক করে। যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে ওই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই নারীকে শনিবার যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।