সিলেটে চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেওয়ার অভিযোগ, যুবদল নেতাকে বহিষ্কার

‌সিলেটে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেওয়ার অ‌ভিযোগে শুক্রবার রাতে নগরের জিন্দাবাজার এলাকায় সড়ক অবরোধ করেন হকারেরাছবি: প্রথম আলো

সিলেটে যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া দেন বিক্ষুব্ধ হকাররা।

হকারদের অভিযোগ, সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী (মাধব) তাঁদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। শুক্রবার চাঁদা না দেওয়ায় এক হকারকে তুলে নিয়ে যান। এ ঘটনার খবর পেয়ে ব্যবসায়ীরা জিন্দাবাজার-বন্দরবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এদিকে অবরোধের খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় হকাররা পুলিশের ওপর চড়াও হন এবং তাদের ধাওয়া দেন। পরে পুলিশ সদস্যরা ওই এলাকা ছেড়ে যান।

অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হকাররা তাদের ওপর চড়াও হন। তাঁরা পুলিশকে ধাওয়া দেন
ছবি: প্রথম আলো

রাত সোয়া নয়টার দিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবদল নেতাকে বহিষ্কারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন।

এ ব্যাপারে অভিযুক্ত জয়দীপ চৌধুরীর ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেননি। অভিযোগ দেওয়া হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

যুবদল নেতাকে বহিষ্কার

অভিযুক্ত সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরীকে গতকাল রাতেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

যুবদল নেতার বহিষ্কারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন, যুবদল দলীয় শৃঙ্খলাপরিপন্থী কোনো কর্মকাণ্ড বরদাশত করবে না।