নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ২৯৫ শিক্ষার্থীর ২৯৪ জন পেয়েছে জিপিএ-৫

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস থেকে এবার ২৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৯৪ জন জিপিএ-৫ পেয়েছে। রোববার দুপুরেছবি: প্রথম আলো

এসএসসির ফলাফলে এবারও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। ২৯৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ ২৯৪ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ–৫ পাওয়ার হার ৯৯ দশমিক ৬৬।

এবারের ফলাফলকে দেশসেরা দাবি করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. ইমন হোসেন জানান, রাজধানীসহ দেশের স্বনামধন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলার এ ধারাবাহিক সাফল্যে আনন্দিত সব শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।

আজ রোববার বেলা ১১টায় ফলাফল প্রকাশের পর থেকেই নেচেগেয়ে আনন্দে মেতে ওঠে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি আনন্দে মাতেন শিক্ষক ও অভিভাবকেরা। অভিভাবকেরা নিয়ে আসেন মিষ্টির প্যাকেট। এ সময় তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, চলতি বছর বিদ্যালয়টি থেকে ২৯৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। তাদের মধ্যে ২৯৪ জন শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। শুধু একজন শিক্ষার্থী জিপিএ ৪.৯৪ পেয়েছে। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই পিইসি, জেএসসি ও এসএসসিতে প্রতিবছরই দেশসেরা ফল করে আসছে বিদ্যালয়টি।

জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী আবিদ নূর বলে, ‘স্যারদের কঠোর নজরদারিতে কোনো কোনো সময় মনে হয়েছে, আমার নয়, যেন তাঁদেরই পরীক্ষা। বিদ্যালয়ের সব স্যারের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’ জিপিএ-৫ পাওয়া কারিমা জামান নামের আরেক শিক্ষার্থী বলে, ‘হোস্টেলে না থাকলেও সব সময় মনে হতো বিদ্যালয়েই আছি। গাইড শিক্ষকের সার্বক্ষণিক তদারকিতে আমার এই ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আমার মা-বাবার কষ্ট সার্থক হয়েছে।’

শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দপর্বে যুক্ত হন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। তিনি বলেন, ‘আমাদের এ প্রতিষ্ঠানটি বরাবরই দেশসেরা ফলাফল অর্জন করে আসছে। মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়েই আমরা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলাম। আমরা চাই, সুশিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সম্পদে পরিণত হোক, যাতে সমাজে সার্টিফিকেটধারী বেকার তৈরি না হয়।’