বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো হেলিকপ্টারে ঘুরিয়ে

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হেলাকপ্টারে করে ঘোরানো হয়। সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার সকালে
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় হেলিকপ্টারে ঘুরিয়ে প্রাথমিক বৃত্তি পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়। রংধনু মডেল স্কুল এ আয়োজন করে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ আজম। অনুষ্ঠানের শুরুতেই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই সঙ্গে শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ানো হয়। এরপর ঢাকা থেকে ভাড়া করে আনা হেলিকপ্টারে একেকবার চারজন শিক্ষার্থীকে নিয়ে ঘুরিয়ে দেখানো হয় নিজ উপজেলা।

রংধনু মডেল স্কুল সূত্রে জানা গেছে, ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই বিদ্যালয়ের স্কুল শাখা থেকে ৪৪ জন অংশ নিয়েছিল। তাদের মধ্যে সবাই বৃত্তি পেয়েছে, ৪১ জন ট্যালেন্টপুলে ও ৩ জন সাধারণ শাখায়।

হেলিকপ্টারে করে ঘুরতে পারায় শিক্ষার্থীরা সবাই ছিল আনন্দিত ও উচ্ছ্বসিত। পৌর শহরের ফারুক হোসেনের মেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ফাইজা রহমান বলে, ‘আসলে আমাদের অধ্যক্ষ স্যার আমাদের বলেছিলেন, তোমরা যদি সবাই বৃত্তিপ্রাপ্ত হতে পারো, তবে তোমাদের হেলিকপ্টারে চড়িয়ে ঘোরানোর ব্যবস্থা করা হবে। আজ তা–ই হয়েছে। এতে আমরা সবাই চরম খুশি।’

আরেক শিক্ষার্থী সোমাইয়া বিনতে দ্বীন বলে, ‘জীবনের প্রথমবার হেলিকপ্টারে উঠতে পেরে খুবই আনন্দ পেয়েছি আমরা। তবে প্রথমে হেলিকপ্টারে উঠতে একটু ভয় হয়েছিল। পরে খুবই ভালো লেগেছে।’

প্রধান অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ আজম বলেন, ব্যতিক্রমী এ আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে। রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আরও ভালো পড়ালেখা করার উৎসাহ দিতে এ আয়োজন করা হয়েছে। ঢাকার মেঘনা অ্যাভিয়েশন থেকে তিন লাখ টাকা দিয়ে হেলিকপ্টারটি ভাড়া করে আনা হয়েছিল। বিদ্যালয়ের তহবিল ও শিক্ষকদের সহায়তায় এ আয়োজন করা হয়েছে।