সৈয়দপুরে ওড়ার আগে উড়োজাহাজে ত্রুটি, পৌনে এক ঘণ্টা দেরিতে যাত্রা

উড্ডয়নের আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আজ শনিবার সৈয়দপুর বিমানবন্দরেছবি: প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড্ডয়নের আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা পর উড়োজাহাজটি সৈয়দপুর ছেড়ে যায়।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিমানে ৭১ জন যাত্রী ছিলেন। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি। এটি সৈয়দপুর বিমানবন্দরে সকাল সাড়ে ৮টায় অবতরণ করে। যাত্রী নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য উড়োজাহাজটি চালু করলে সামনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি সারিয়ে পৌনে এক ঘণ্টা পর যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে সৈয়দপুর ছেড়ে যায়।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বলেন, এটি বড় ধরনের কোনো ত্রুটি ছিল না। এভিয়েশনের স্থানীয় প্রকৌশলীদের চেষ্টায় ত্রুটি সারানো হয়।