আগৈলঝাড়ায় বিএনপির প্রস্তুতি সভায় হামলা, ৩০টি মোটরসাইকেল ভাঙচুর

হামলা করে নেতা-কর্মীদের ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের বাড়িতে আয়োজিত সভায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

বিএনপির দাবি, আওয়ামী লীগ এই হামলা চালিয়েছে। এতে নেতা-কর্মীদের ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মী। তবে উপজেলা আওয়ামী লীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে ২০ মে বরিশালে সমাবেশ করবে বিএনপি। ওই সমাবেশ সফল করার জন্য আজ বিকেল সাড়ে চারটায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আফজাল হোসেনের বাড়িতে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওই সভার শেষের দিকে বিকেল সোয়া পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালিয়ে বিএনপির নেতা-কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করেন।

বিএনপির নেতা এস এম আফজাল হোসেন অভিযোগ করে বলেন, সভার শেষ দিকে ১৫-২০টি মোটরসাইকেলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ধারালো অস্ত্র, রড, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা তাঁর বাসভবন ও সভায় আগত নেতা-কর্মীদের ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় তাঁর স্ত্রী মিলি বেগম (৫৫), ছেলে জহিরুল ইসলাম, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মানিক ব্যাপারী (৪২), উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন মোল্লা (৪৫), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির রহমান (২৮), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক খান (৪০), সদস্য মো. পলাশ (৩৫), উপজেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক সান্টু মোল্লাসহ (৩৮) ১০ জন আহত হন। পুলিশের হয়রানির ভয়ে তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল বাড়ৈ প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো হামলা সম্পর্কে আমি কিছুই শুনিনি।’

আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. মাজাহারুল ইসলাম বলেন, বিএনপির নেতার কাছ থেকে অভিযোগ পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছেন, বিএনপির সভায় কতিপয় যুবক ঢুকে গালিগালাজ করেছেন। তবে বড় ধরনের হামলার কোনো আলামত পাওয়া যায়নি।