এক ছাত্রীর উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি, অভিযুক্ত যুবককে ছেড়ে দিল পুলিশ

যৌন হয়রানি
প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতের প্রধান পরিবহন শাটল ট্রেনে এক ছাত্রীকে উদ্দেশ করে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ উঠেছে বহিরাগত এক যুবকের বিরুদ্ধে। আজ সোমবার সকালে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা। তবে ওই যুবককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অশ্লীল অঙ্গভঙ্গি করার একপর্যায়ে যুবকের একটি ভিডিও ধারণ করেন ভুক্তভোগী ছাত্রী। বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের একটি গ্রুপে ঘটনার বর্ণনাসহ ভিডিওটি শেয়ার করা হলে বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে পড়েন। তাঁর অভিযোগ, সকাল ৮টা ২০ মিনিটে নগরের ঝাউতলা রেলওয়ে স্টেশন থেকে তিনি বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে ওঠেন। তিনি ট্রেনের যে বগিতে ছিলেন সেখানে গুটিকয় শিক্ষার্থী ছিলেন। হঠাৎ তিনি খেয়াল করেন, এক লোক তাঁর দিকে তাকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। তিনি প্রথমে কী করবেন বুঝতে পারছিলেন না, কিছুক্ষণ পর মুঠোফোনে অভিযুক্ত ব্যক্তির ভিডিও ধারণ করেন। একপর্যায়ে চিৎকার করে ট্রেনে থাকা অন্যদের বিষয়টি জানান।

ওই ছাত্রী বলেন, ট্রেনটি ষোলশহর স্টেশনে পৌঁছালে কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তিনি ক্যাম্পাসে চলে যান। পরে ঘটনার বর্ণনা লিখে ফেসবুকে পোস্ট দেন।

জানতে চাইলে ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, তিনি সকালে দায়িত্বে ছিলেন না। অন্য পুলিশ সদস্যর মাধ্যমে জানতে পেরেছেন অভিযুক্ত ওই যুবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তিনি ব্যক্তিগত কাজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। ট্রেনে হাতের ইশারায় এক বন্ধুকে ডাক দিয়েছিলেন। এ ইঙ্গিত নিয়ে ভুল–বোঝাবুঝি হয়েছিল। পরে ওই ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনার সময় ধারণ করা ভিডিও পুলিশকে দেওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ভিডিওর বিষয়টি তিনি জানেন না, খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে বিভিন্ন সময় যৌন হেনস্তা, নিপীড়নের মতো ঘটনা ঘটেছে। গত বছরের ১৪ এপ্রিল চলন্ত ট্রেনে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছিল দুই তরুণের বিরুদ্ধে। একই বছর ২৮ জুন এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।