গায়েহলুদের অনুষ্ঠানে অশালীন আচরণ, তরুণকে পিটিয়ে পুলিশে, ভাঙল তরুণীর বিয়ে

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গায়েহলুদের অনুষ্ঠানে অতিথিদের সামনে কনের সঙ্গে অশালীন আচরণ করায় এক তরুণকে মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। এ ঘটনায় হতদরিদ্র পরিবারের ওই কনের বিয়ে ভেঙে গেছে। কনের মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করলে পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার ওই কনের সঙ্গে উজিরপুর উপজেলার এক তরুণের বন্ধুত্ব ছিল। সম্প্রতি ওই তরুণ অন্যত্র বিয়ে করেন। আর পার্শ্ববর্তী একটি গ্রামের এক যুবকের সঙ্গে ওই তরুণীর বিয়ে ঠিক করে পরিবার। ২৪ ফেব্রুয়ারি রাতে কনের বাড়িতে হলুদের অনুষ্ঠানে আসেন বরপক্ষের লোকজন। সেখানে এসে উজিরপুরের ওই তরুণ কনের সঙ্গে অশালীন আচরণ করেন। উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে ওই তরুণকে পিটুনি দিয়ে আগৈলঝাড়া থানা-পুলিশে সোপর্দ করেন।

গতকাল রাতে আটক তরুণের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন কনের মা। মামলায় ওই তরুণকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পর বরের বাবা ঘটনাস্থলে এসে বিয়ে ভেঙে দিয়ে স্বজনদের নিয়ে চলে যান।

কনের মা প্রথম আলোকে বলেন, ‘মোর কোনো জায়গাজমি নাই। মোর স্বামী একজন দিনমজুর ছিল। স্বামীর মৃত্যুর পর গত ৯ বছর ধরে চাইয়েচিন্তে এক ছেলে দুই মেয়ে নিয়ে চারজনের সংসার কোনোরকমে চালাইয়া আইছি। মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় মুই মহাবিপদে পড়ছি। বর ও বরের অভিভাবকদের কাছে বিয়ে সম্পন্ন করার জন্য বহু অনুনয়-বিনয় করেও কোনো লাভ হয়নি। তারা বিয়ে ভেঙে দিয়ে গেছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।