নোয়াখালীতে যুবদল নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ, দুই বাসে রহস্যজনক আগুন

বেগমগন্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজু
ছবি সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে অবরোধ চলাকালে উপজেলা যুবদলের সদস্যসচিব মহিউদ্দিন ওরফে রাজুর (৩৩) ওপর হামলা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ রোববার সকাল সাতটার দিকে চৌমুহনী শহরের কালীতলা সড়কের মাথায় এ হামলার ঘটনা ঘটে। পরে হামলাকারীরা গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিনকে পুলিশের কাছে সোপর্দ করে।

উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, সকাল সাতটার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অবরোধের সমর্থনে চৌমুহনী শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণকালে কালীতলা সড়কে বিএনপির কর্মীদের ওপর অতর্কিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় ইটের আঘাতে মাথা ফেটে যায় উপজেলা যুবদলের সদস্যসচিব মহিউদ্দিনের। হামলাকারীরা এ সময় তাঁকে ধরে ফেলেন এবং মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম যুবদল নেতা মহিউদ্দিনকে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, আহত মহিউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আজ দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এদিকে গতকাল শনিবার রাতে জেলার কবিরহাট উপজেলার কালামুন্সিরহাট বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাস দুটির ভেতরে সামান্য অংশ পুড়ে যায়। আগুন দেখার পর আশপাশের লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার কারণে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপরও তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।