সাঁওতাল শিশুদের জন্য নিজ ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন থেকে মাতৃভাষায় সাঁওতাল শিশুদের জন্য পাঠ্যপুস্তক প্রণয়নসহ সাত দফা দাবি তুলে ধরা হয়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে
ছবি: প্রথম আলো

প্রাক্‌-প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতাল শিশুদের জন্য সাঁওতালি বর্ণমালায় পাঠ্যপুস্তক প্রণয়নসহ আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধনের আয়োজন করে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, সাঁওতাল লেখক ফোরাম ও ক্ষুদ্র জাতিসত্তার আরও কয়েকটি সংগঠন।

মানববন্ধনে বক্তব্য দেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিংগু মুরমু, তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, জেলা শাখার সাধারণ সম্পাদক কর্ণেলিয়াস মুরমু, সাঁওতাল লেখক ফোরামের সদস্য সন্তোষ টুডু, শিক্ষক মদন হাসদা, শিক্ষার্থী ক্যাথ্রিনা রিমি কিসকু, অনামিকা হেমব্রম প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদিবাসী ফোরামের সভাপতি লুইস টুডু।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালে সরকার প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ছয়টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বেছে নেয়। ইতিমধ্যে পাঁচটি ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন হলেও সাঁওতালি বর্ণমালায় পুস্তক প্রণয়ন হয়নি। পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে সাঁওতালি বর্ণমালা অর্থাৎ রোমান বর্ণমালা ব্যবহারের দাবি জানান বক্তারা।

তাঁরা আরও বলেন, দেশের ৫০টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২০ লাখ শিশু মাতৃভাষায় শিক্ষা থেকে বঞ্চিত। তারা মাতৃভাষায় কথা বলতে ও লিখতে পারে না। ভুলে যেতে বসেছে তাদের ইতিহাস, ঐতিহ্য, লোকগাথা, প্রবাদ-প্রবচন। সরকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় দৃশ্যমান কোনো কার্যক্রম দেখাতে পারেনি। বিভিন্ন সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন থেকে মাতৃভাষায় সাঁওতাল শিশুদের জন্য পাঠ্যপুস্তক প্রণয়নসহ সাত দফা দাবি তুলে ধরা হয়।