পটিয়ায় ডাকাতির সময় গণপিটুনিতে যুবক নিহত

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক বাড়িতে ডাকাতির সময় এলাকাবাসীর পিটুনিতে এক যুবক (৩৫) নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে উপজেলার শোভনদণ্ডি ইউনিয়নের হিলছিয়া গ্রামে বাদল চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত যুবকের নাম–পরিচয় জানা যায়নি।

শোভনদণ্ডি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড়ের সদস্য আবু তাহের প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে হিলছিয়া গ্রামের বাদল চৌধুরীর ঘরের কাঠের দরজা ভেঙে পাঁচ থেকে ছয়জন ডাকাত প্রবেশ করে। ডাকাত দল বাদল চৌধুরী, তাঁর ছেলে সঞ্জীব চৌধুরীকে মারধর করে। তারা আলমারি ভেঙে ৬০ হাজার টাকা, স্বর্ণালংকার ও বাদল চৌধুরীর স্ত্রীর কান ছিঁড়ে সোনার দুল নেয়। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে এক ডাকাতকে আটক করে পিটুনি দেন। এতে ঘটনাস্থলে ওই ডাকাত মারা যায়।

আজ সোমবার সকাল ১০টার দিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ঘটনাস্থলে এক ডাকাত নিহত হয়েছে। প্রাথমিকভাবে তার নাম–পরিচয় জানা যায়নি। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।