সকালে খাওয়ার পর একে একে মারা গেল খামারির ১১টি গরু

গরুর খামার
ফাইল ছবি: প্রথম আলো

ঢাকার ধামরাইয়ে একটি খামারের ১১টি ফ্রিজিয়ান জাতের গরু হঠাৎ মারা গেছে। আজ সোমবার সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আসাদ খানের খামারের ১৬টি গরুকে খাওয়ানোর পর এ ঘটনা ঘটে।

১১টি গরু মারা যাওয়ায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারির। খাবারের বিষক্রিয়া থেকে এমনটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা।

খামারের মালিক আসাদ খান জানান, আজ সকালে খামারের ফ্রিজিয়ান জাতের ১৬টি গরুকে ভুসি, খৈলসহ অন্যান্য দানাদার খাবার একত্রে মিশিয়ে বানানো খাবার দেওয়া হয়। খাবার খাওয়ার পরপর অসুস্থ হয়ে দ্রুতই একটির পর আরেকটি গরু মারা যেতে থাকে। এভাবে খামারের তিনটি ষাঁড়, দুটি বকনা বাছুর ও ছয়টি গাভি মারা যায়। ছয়টি গাভিই গাভিন ছিল।

আসাদ খান বলেন, প্রাথমিকভাবে খাবারের বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তবে কেউ খাবারের সঙ্গে বিষ মিশিয়েছে কি না, সেটাও নিশ্চিত করে বলতে পারছেন না। মারা যাওয়ার কারণ নিশ্চিত হতে খাবার, গোবর ও রক্ত পরীক্ষা করতে দেওয়া হবে।

খামারটির দেখভালের দায়িত্বে থাকা সাদ্দাম হোসেন বলেন, সকাল সাতটার দিকে খামারের সব কটি গরু ভালো ছিল। সকালের খাবার দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন তিনি। পরে জানতে পারেন, এক এক করে ১১টি গরু পড়ে মারা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধামরাই উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল মোমেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা গেছে। ঘাস থেকে এ সমস্যা দেখা দেয়। ঘটনাস্থল থেকে নমুনা হিসেবে ঘাস ও গরুর খাবার নিয়ে এসেছেন। এগুলো ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।