নাটোরে কলাচাষি হত্যা মামলার দুই আসামি ফরিদপুরে গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

নাটোরের কলাচাষি আবুল কালাম হত্যা মামলার দুই আসামিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নাটোর ও ফরিদপুর র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ফারামবাজার থেকে তাঁদের গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার পুলিশ তাঁদের সদর আমলী আদালতে হাজির করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার দুজন হলেন আহসান মোল্লা ওরফে কামাল হোসেন (৫৫) ও বাবলু মোল্লা (৪০)।

নাটোর র‌্যাব জানায়, সদর উপজেলার কাফুরিয়া এলাকার কলাচাষি আবুল কালাম প্রায় ছয় মাস আগে একই এলাকার কলা ব্যবসায়ী বাবলু মিয়া ও তাঁর ভাই কামাল হোসেনের কাছে বাকিতে কলা বিক্রি করেন। সেই টাকা না দেওয়ায় ১২ জুলাই কালাম কাফুরিয়া হাটে তাঁদের দেখতে পেয়ে টাকা চান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কালামের মাথায় কাঠের লাকড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যান দুই ভাই। পরে কালাম মারা যান। এরপর তাঁর ভাতিজা সমজান আলী সদর থানায় হত্যা মামলা করেন।

নাটোর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক ফরহাদ হোসেন দুই আসামিকে গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।